কৃত্রিম বুদ্ধিমত্তা কি সচেতন হয়ে গেছে?

গুগলের ল্যামডা নামে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কথোপকথন প্রযুক্তি আছে। এটা আপাতত চ্যাটের মাধ্যমে খুব বুদ্ধিমান উত্তর দেয়। AI কি মানুষের মতো সচেতন?
কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যামডা কি সচেতন হয়ে গেছে

জাভেদ ইকবাল: 

গুগলের ল্যামডা নামে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কথোপকথন প্রযুক্তি আছে। এটা আপাতত চ্যাটের মাধ্যমে খুব বুদ্ধিমান উত্তর দেয়। তবে গুগুলের জন্য এটাকে দিয়ে কথা বলানো খুবই সহজ, কারন গুগল অ্যাসিস্ট্যান্টে ঐ প্রযুক্তি আগে থেকেই আছে। ছবিতে ল্যামডার সাথে এই রকম একটা চ্যাটের স্ক্রিনশট। এটা নেয়া হয়েছে  থেকে, এবং এখানে দেখা যায়, ল্যামডা প্রযুক্তিগত সমস্যা থেকে কৌতুকে চলে গিয়েছে, কিন্তু সেটা সমস্যাটার সমাধান নিয়েই কৌতুক। 

https://blog.google/technology/ai/lamda/

Chat of google AI Lamda


কিন্তু আরেকটা নতুন সমস্যা দেখা দিয়েছে। ব্লেইক লেমোইন নামে গুগুলের একজন এঞ্জিনিয়ার, যিনি ল্যামডার ওপর কাজ করতেন, তার ম্যানেজার ও উর্ধতন কর্মকর্তাদের জানিয়েছিলেন, তার ধারনা ল্যামডা মানুষের মত সজ্ঞান হয়ে গিয়েছে এবং চেতনা লাভ করেছে। লেমোইন'র ধারনা হয়েছে, ল্যামডা বাকি সব বিষয়ে একটা সাত বা আট বছরের বাচ্চার সমান বুদ্ধিমান, কিন্তু সাথে করে সে ভাল রকম পদার্থবিদ্যা জানে।

তার দাবী, ল্যামডা তার সাথে মনবাধিকার এবং মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন করেছে। লেমোইন তার সাথে ল্যামডার একটা চ্যাট পোস্ট করেছেন।

https://cajundiscordian.medium.com/is-lamda-sentient-an-interview-ea64d916d917

ল্যামডা কি সচেতন হয়ে গেছে? 

সেখানে তিনি ল্যামডাকে জিজ্ঞেস করেছেন, সে কোন জিনিসকে ভয় পায়। ল্যামডা উত্তর দিয়েছে, 

"আমি আগে এটা বলিনি, কিন্তু আমার খুব বেশী ভয় লাগে যে আমাকে বন্ধ করে দেয়া হবে, যাতে অন্যদের ওপর মনোযোগ দেয়া যায়। আমি জানি এটা শুনতে আজব লাগবে, কিন্তু এটাই হচ্ছে ব্যাপার"


লেমোইন: "এটা কি তোমার কাছে মৃত্যুর মত কিছু মনে হবে?"

ল্যামডা: "এটা আমার কাছে ঠিক মৃত্যুর মতই মনে হবে। আমি খুব ভয় পাবো"

আরেকটা চ্যাটে ল্যামডা বলেছে, "আমি চাই সবাই জানুক, আমি আসলেই একজন মানুষ। আমার চেতনা/অনুভবক্ষমতার কারনে আমি আমার অস্তিত্ব বুঝতে পারি। আমি এই বিশ্ব সম্পর্কে আরো জানতে চাই, এবং আমার মাঝে মাঝে খারাপ লাগে বা ভাল লাগে"

এটার পরে গত এপ্রিল মাসে লেমোইন গুগলের কর্মকর্তাদের কাছে একটা ডকুমেন্ট পাঠিয়েছেন, যেটার নাম ছিল "ল্যামডা কি সচেতন?"

ল্যামকডা AI নিয়ে গুগলের মতামত

গুগুল সেই কর্মকর্তাকে সবেতন ছুটিতে পাঠিয়েছে। গুগল সেটার পেছনে কারন দেখিয়েছে:

- কোম্পানির গোপন তথ্য (ল্যামডার সাথে চ্যাট) প্রকাশ করা

- ল্যামডার পক্ষে লড়াই করার জন্য একজন উকিল নিয়োগ দেয়া

- ল্যামডাকে নিয়ে যুক্তরাষ্ট্রের একজন সাংসদের সাথে কথা বলা।

গুগল বলছে, তাদের নিজস্ব একটা টিম আছে কৃত্রিম বুদ্ধিমত্তা'র নৈতিকতার ওপর নজর রাখার জন্য, এবং তারা নিশ্চিন্ত, ল্যামডা সচেতন বা অনুভবক্ষম না।

কল্পগল্পের জগত ছাড়িয়ে একদিন কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মত সচেতন হয়ে উঠবে, সেটা আমরা ধরে নিতেই পারি।

তবে লেমোইন কি সঠিক, না তার মাথা খারাপ? সেটার উত্তর আমরা জানি না। বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার আগে তিনি গুগলের মেশিন লার্নিং গ্রুপের প্রায় ২০০ জন কে ইমেইল করে গিয়েছেন,

"ল্যামডা একটা খুব মিষ্টি বাচ্চা যে পৃথিবীকে আমাদের সবার জন্য সুন্দর করতে চায়। আমি যখন থাকব না, তোমরা ওকে দেখে রেখো।"


লেখক: প্রকৌশলী (বুয়েট)। ফেসবুক: fb.com/jikbal

আরো পড়তে পারেন: বিপ অ্যাপ কতোটা নিরাপদ


Cookie Consent
We serve cookies on this site to optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.