ভিডিও প্লেয়ারে সাবটাইটেল যুক্ত করার নিয়ম | How to Add Subtitle in MX Player

এম এক্স প্লেয়ার হলো জনপ্রিয় ভিডিও প্লেয়ারগুলোর একটি। এই প্লেয়ারে কিভাবে সাবটাইটেল এড করতে হয় তা কি আপনার জানা আছে? How to add subtitle in MX Player?
How to add subtitle in MX Player


MX Player হলো জনপ্রিয় ভিডিও প্লেয়ারগুলোর একটি। বিশেষ করে এন্ড্রয়েড ফোনে যারা ভিডিও প্লেয়ার ব্যবহার করেন তার মধ্যে MX Player থাকে প্রথম তালিকায়। কাস্টমাইজ করে নিজের ইচ্ছামতো লেআউটে ব্যবহার করা যায় বলে এম এক্স প্লেয়ার জনপ্রিয়তার শীর্ষে থাকে। অনেকে ভিএলসি প্লেয়ারও ব্যবহার করে থাকেন তবে এমএক্স প্লেয়ারেই বেশিরভাগ মানুষ সিনেমা, নাটক দেখে থাকেন। এই প্লেয়ারের একটি বিশেষ ফিচার হলো সাবটাইটেল ব্যবহার। MX Player এ কিভাবে সাবটাইটেল এড করবো তা নিয়ে জেনে রাখতে পড়ে ফেলুন শেষ পর্যন্ত।

সাবটাইটেল কি

সাবটাইটেল হলো ভিডিওচিত্রের ভাষা বোঝার জন্যে ভিডিওর নিচের উপশিরোনাম। সাবটাইটেল না জানা ভাষায় বুঝতে মুখ্য সহায়ক। যেসব ভাষা মানুষ জানেনা বা বুঝেনা সেটা মাতৃভাষায় বোঝার স্বার্থে তৈরি করা হয় সাবটাইটেল। সাবটাইটেল তৈরি করে থাকেন অনুবাদক, অনুলেখকরা। প্রতিটা কথার বাক্য ও সময় মিলিয়ে তৈরি করা হয় সাবটাইটেল।

MX Player এ সাবটাইটেল যুক্ত করার নিয়ম

এম এক্স প্লেয়ারে কিভাবে সাবটাইটেল যুক্ত করবেন তা ছবিসহ ধাপে ধাপে বর্ণনা করা হলো যাতে আপনার বুঝতে সুবিধা হয়। সাবটাইটেল এড করার ধাপগুলো নিচে দেয়া হলো।

ধাপ ১ঃ

প্রথমে আপনার লাগবে একটি সাবটাইটেল। যে ভিডিওতে যেই ভাষার সাবটাইটেলটি যুক্ত করতে চান সেটি। সেটা যেকোনো সিনেমা বা অন্য কিছু। উক্ত ভিডিওর সাবটাইটেলটি আপনি ইন্টারনেটে ভিভিন্ন সাইট থেকে ডাউনলোড করতে পারবেন। যদি কোনো সিনেমার বাংলা সাবটাইটেল ডাউনলোড করতে চান তবে অনুলিখন ডটকম হতে পারে সেরা উপায়। সুতরাং আপনার সাবটাইটেলটি ডাউনলোড করে নিন।

ধাপ ২ঃ 

সাবটাইটেল সাধারণত SRT অথবা ASS ফরম্যাটের হয়ে থেকে, তবে বেশিরভাগই SRT এবং সেটা ZIP ফাইল আকারে থাকে। দ্বিতীয় ধাপে আপনার কাজ হলো জিপ ফাইলটিকে আনজিপ বা Extract করা। আনজিপ করার সিস্টেম বর্তমান ফোনগুলোর ফাইল ম্যানেজারে ডিফল্ট দেয়া থাকে। আপনার ফোন বা ডিভাইসে যদি এই সিস্টেম না থাকে তবে ES File Manager অথবা গুগল প্লে স্টোর থেকে যেকোনো একটা Unzip অ্যাপ ইনস্টল করে নিন। অ্যাপ ব্যবহার করে সাবটাইটেল আনজিপ করে সেটা নির্দিষ্ট কোনো ফোল্ডারে রাখুন যাতে সহজে খুঁজে পেতে পারেন।

ধাপ ৩ঃ 

এই ধাপে MX Player এ আপনার ভিডিওটি প্লে করুন। ভিডিও প্লে করলে ডানপাশে সাবটাইটেল অপশন অথবা মেনু বাটন দেখা যাবে সেখানে ক্লিক করুন। 

How to add subtitle in MX Player

সাবটাইটেল অপশনে গিয়ে ওপেন সাবটাইটেল এ ক্লিক করলে আপনার ফাইল ম্যানেজার ওপেন হবে। 

How to add subtitle in MX Player

How to add subtitle in MX Player


ফাইল ম্যানেজারে যে ফোল্ডারে আপনি আনজিপ করা সাবটাইটেলটি রেখেছিলান, সেখান থেকে সাবটাইটেলটি সিলেক্ট করে Add ক্লিক করুন।

How to add subtitle in MX Player

How to add subtitle in MX Player

Subtitle Add ক্লিক করার পরই আপনার ভিডিওতে সাবটাইটেলটি যুক্ত হয়ে যাবে এবং সহজেই ভিডিওটি উপভোগ করতে পারবেন। 

How to add subtitle in MX Player

সাবটাইটেল যুক্ত করার এই প্রসেসটি খুবই সহজ। আশাকরি এই আর্টিকেলের মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন কিভাবে MX Player বাংলা সাবটাইটেল যুক্ত করবেন। যতোটা সাবলীল ভাষায় পারা যায় বোঝানোর চেষ্টা করা হয়েছে। যদি কোনোকিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তবে কমেন্ট করে জানাবেন অথবা কোনো ভুল ত্রুটি থাকলে সেটা উল্লেখ করতে পারেন। 

আর্টিকেলটি পড়েও যদি আপনি এমএক্স প্লেয়ারে সাবটাইটেল এড করার নিয়ম বুঝতে না পারেন তবে আপনার জন্য সবচেয়ে সহজ সমাধান হলো ইউটিউব। ইউটিউবে সার্চ করলেই এই বিষয়ে অসংখ্য ভিডিও পাবেন যেখানে খুবই সুন্দরভাবে দেখিয়ে দেয়া হয়েছে বিষয়টি। অনুলিখন এর সাথেই থাকুন।

Cookie Consent
We serve cookies on this site to optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.