We're glad you visited this site! OK

ফেসবুকের জন্য সুন্দর ছোট কবিতা বাংলা ক্যাপশন | Bangla Caption

সেরা ফেসবুক স্ট্যাটাস। অনুভূতি বাংলা স্ট্যাটাস। আবেগী বাংলা স্ট্যাটাস।নতুন বাংলা স্ট্যাটাস।ফেসবুক বাংলা ক্যাপশন।কবিতা ক্যাপশন। ছোট Bangla Caption

পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত সামাজিক মাধ্যম হলো ফেসবুক।  আমরা যারা বাংলাদেশী, বাংলায় ফেসবুকে ক্যাপশন ও  স্ট্যাটাস লিখে থাকি। একজন ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস থেকে ওই ব্যক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়। ফেসবুকে বাংলায় অনুভূতি প্রকাশের জন্য অনেকে অনেক সুন্দর সুন্দর বাংলা ক্যাপশন কিংবা বাংলা স্ট্যাটাস লিখে থাকেন।  ফ্রেন্ডসদের পছন্দ হলে তারা মনমতো রিয়েক্ট এবং কমেন্ট করে। অনেকেই এই ফেসবুক রিয়েক্ট কমেন্ট পেতে আনন্দবোধ করেন। একই জিনিশ ইন্সটাগ্রাম স্ট্যাটাস এর ক্ষেত্রেও হয়। মাঝেমধ্যে আমরা ভাষা খুঁজে পাইনা ফেসবুক স্ট্যাটাস বা ফেসবুক ক্যাপশন কি লিখবো। তাই আপনাদের মনের কথা প্রকাশ কিংবা ব্যক্ত করার জন্য কিছু বাংলা ক্যাপশন - Bangla Caption এবং বাংলা ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করে এখানে দেয়া হলো। 

ফেসবুক বাংলা স্ট্যাটাস

Table of Contents

অনুভূতি ফেসবুক স্ট্যাটাস ও বাংলা ক্যাপশন 

আকাশ থেকে ছিটকে পড়া তারার মতো কখন জানি অসংলগ্ন একলা আমি, ছিটকে এসে আটকে গেছি নীল শহরে।


স্বপ্ন ক্ষণস্হায়ী ভাঙলে,তা হয় না মালুম,

দুইচোখের সাময়িক সহমরণের নাম ঘুম।


বুঝিয়ে দিয়ে ক'জন খাঁটি,

ক'জনই বা ফর শো-

প্রতিবারের মতই আবার বদলে গেলো বর্ষ।


নতুন পথের সন্ধানে,যে ছেড়ে গেছে গৃহ।

সে এখন তোমার নয়,অন্য

কারো-'প্রিয়'।


কি আসে যায়? সেই তো আজও তোমার আমার আড়ি,

নতুন করে কাঁদতে শিখায় পহেলা জানুয়ারি।


শূণ্যতার মাঝে হারিয়েছে যে,

তার বাহ্যিক কিছু হারানোর

ভয় নাই।


পৃথিবীতে সুখ বলে কিছু নেই,,

কষ্টের মাঝেই সুখটা অনুভব

করতে হয়।


কি পেলে? -অনেকটা মানুষ চেনার ক্ষমতা।

কি হারালে? -নিজের সঞ্চিত বিশ্বাসটুকু।

কি চাও? -এবার একটু নিজের হয়ে বাঁচতে চাই।


এই শহরের অভিশপ্ত ভালোবাসার 

আগুনে পোড়া অন্তরগুলোর

আর্তনাদ কারো কানে পোঁছায় না।


তুমি যাকে ভুলে গেছো,তোমাকে মনে রেখেছে সে-ই

কেননা ক্ষমার চেয়ে পৃথিবীতে কোন বড় প্রতিশোধ নেই।


ঘুম চায় ভেঙে যেতে,ঘুমের ঔষুধ চায় ক্রেতা!

মন তো খারাপ-ই থাকে,শীত শুধু বলে দেয় সেটা।


তুমি ছাড়া আমি যেন অন্য লোক,

ভালোবাসা সব নিষেধের অবাধ্য হোক!


আমার দু'পাশে ভিড়,সারি সারি মানুষের ঘর,

ভিতরে তুমি ছিলে,আজও কেউ নেই তারপর।

Bangla Caption For Facebook

হয়তো তোমার জানা নেই,এমন-ই তো হয়,

হাসির ভিতর লুকিয়ে থাকে,অনেক খানি ক্ষয়।


যাও,এড়িয়ে যাওয়ার হলে।

তোমায় আমি করবো না জোর-

আমার এ মন ভেঙেই নাহয়

অক্ষত থাক তোমার পাঁজর।


ঘাম,রক্ত আর পরিশ্রমের ফাঁকে,

বাবারা চিরকাল উপেক্ষিত থাকে।


দুটি মানুষের ভালোবাসার মাঝে বড় স্বার্থপর হচ্ছে

'সময়'!


যাদের কাছে সস্তা ভীষণ 

আবেগ,তাদের কাছে হৃদয়

রেখে আসি..

যারা তার মূল্য দিতে জানে, তাদের নিয়ে করছি হাসাহাসি।


তোমার প্রেমিকা কাল এসেছিল রাতে,

বাঘকে এসো না খোকা,শিকার চিনাতে।


মনের হত্যাকারী কেউ যদি খুঁজে এনে দিত!

নিজের ভিতরে রাখা মানুষই তো দেখবে জড়িত...


ছেড়ে যাওয়া মানুষকে অমরত্বের কথা দিও,

নিজের আয়ুর থেকে, বেশিদিন বাঁচেনা স্মৃতিও।


এই যে এত জড়িয়ে গেছি, চিরকাল এমন থাকবে না,

রাখতে যদি নাই পারো,তাহলে থাক,লাগবে না।


পারলে ফেরত দিও,খুন কিংবা আদর,

আলো দিতে শিখে গেছে,কলঙ্কিনি চাঁদও।


এ কেমন পৃথিবী হাতে ধরে বানিয়েছো প্রিয়,

এবার বুলেট নয়,কবিতায় মৃত্যু এনে দিও।


থাকার ইচ্ছে নেই যে লোকের, চলেই তবে যাক সে

চিঠির মেয়াদ খুব সাময়িক; অসুখী ডাকবাক্সে।


তখন আমি পাথর ছিলাম,তুমি ছিলে বই,

পড়বো বলে মানুষ হলাম,এখন তুমি কই?


মাথাপিছু বিয়ে করে,রোজ জনে জনে,

ক'জনই বা সুখি হয়,দাম্পত্য জীবনে।


আজীবন ভুগে ভালোবাসার অভাবে,

কেউ কেউ মৃত্যুকে বেঁচে যাওয়া ভাবে।


সে যদি জড়িয়ে ধরে অথবা আলতো দেয় চুমু-

মনে মনে আজও চাও অথচ ঘৃন্না করো তুমুল।


হয়না পূরণ সকল চাওয়া,যায় না পাওয়া সব,

কিন্তু তোমার অভাব কি আর মিটানো সম্ভব।

Emotional Bangla Caption

ভালোবাসা মানুষের অকৃত্রিম আবেগ। কখনো কখনো চাইলে এটা ভাষায় প্রকাশ করতে পারিনা। ভালোবাসা কি ভাষায় প্রকাশ করা যায়? হঠাৎ ইচ্ছে হলো ফেসবুক ক্যাপশনে ভালোবাসার দুটো কথা লিখি, ভালোবাসা নিয়ে স্ট্যাটাস দেই। কি লিখবো ফেসবুক ক্যাপশন বা স্ট্যাটাসে? যদি মাথায় না ধরে তবে এই ওয়েবসাইটে এসে ঘুরে যেতে পারেন। আপনার জন্য কিছু ভালোবাসার বাংলা ক্যাপশন আর কিছু ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করে এখানে দিলাম। ভালো লাগলে অবশ্যই জানাবেন। কার্টেসিতে অনুলিখন এর নাম লিখতে ভুলবেন না কিন্তু।


ভালোবাসার বাংলা ক্যাপশন ও বাংলা স্ট্যাটাস 


চলে যাবে বললে যেদিন, পেয়েছিলাম ভয়,

ভালো কিছু মুহূর্ত আজ'ও, স্মৃতিতে সঞ্চয়।


শিরায় শিরায় বইছিলি তুই,

ভাবলি কেন মিথ্যে!

যাপন থেকে নাম মুছে যায়,

থেকে যায় অস্তিত্বে।


"আমিও তো চাই বুকের ভিতরে আমাকেও কেউ গুছিয়ে রাখে,

যেমন ক-খানা হাড়ের নীচে একটা হৃদয় খুব যত্নে থাকে।"

- রুদ্র গোস্বামী


প্রথম লাভ লেটার লিখতে গিয়ে যাদের একটাও বানান ভুল হয়নি, তাদের সেটা প্রথম প্রেম নয়!


কেমনে বলো বুঝবে সখি,

তোমার কত চাই।

শরীর পুড়ে জমছে,আমার ভিতর জুড়ে ছাই...


বাতিময় চৌকাঠে জেগে থাকা আসমানি তারা।

তোমাকে উল্কা ভেবে বহুকাল 

হল,ঘরছাড়া।


নিঃস্ব হওয়া লোকগুলো তাও সুযোগ পেতে পারে,

নতুন কোন জন্মে আবার তোমায় আবিষ্কারের।


অভিমান নেই কোন শুধু একটাই আফসোস রয়ে গেছে আজও,

রাত জাগা কান্নাকে তুমি ভেবেছিলে ঘেঁটে যাওয়া কাজল।


বিচ্ছেদ জানে,পাথরের নীচে চাপা পড়ে থাকা ঘাস...

আমি শুধু জানি,কাঁধে নিয়ে হাঁটা সম্পর্কের লাশ।


-জীবন থেকে তুমি কি চাও?

       মৃত্যু।

-স্বপ্ন থেকে?

      বাস্তব!

-আর নিজের থেকে?

       জীবন।


অঝোর কান্না কেঁদেছি সেদিন,

শোনোনি বারন...

চলে গেছো তুমি পৌষে যেদিন,

নামলো শ্রাবণ।



বিদায়কালীন এটাই শুধু ইচ্ছে ছিল ক্ষ​য়ে,

মানুষ আমায় আর না চিনুক তোমার পরিচ​য়ে ! 


একদিন ঠিক উড়িয়ে দিবো তোমায়..

আদরে নয়,আত্মঘাতী বোমায়।


চিরকুটে লেখে রাখা কথা,যা হয়েছে গোপনে সমাধি,

সবাই যাকে ভালোবাসা বলে,

বুঝছি ও এক মরণ ব্যাধি।


চিরকুটে লেখে রাখা কথা,যা হয়েছে গোপনে সমাধি,

সবাই যাকে ভালোবাসা বলে,

বুঝছি ও এক মরণ ব্যাধি।


ভাঙে না দুই ঠোঁটের আগল,ভিজে না চোখ জলে-

নিঃস্ব মানুষ মনের কথা নীরবতায় বলে।

বাংলা কবিতা ক্যাপশন

তোমার সাজানো,মেকি

জীবনে দুঃখের অভাব হলে

ডেকো আমায়...

সুখ তো বাজারে বিকোয়,

দুঃখের চাদরে না হয়

ঢাকবো তোমায়।


জীবন মানেই মঞ্চ নাটক, দেখবে ভালোবাসছো যাকে, 

তৈরি থেকো, তারই কাছে ঠকতে হবে সেই তোমাকে।



আর কিছুদিন থাকলে তুমি জেনেই যেতো সব,

তোমায় ভালোবাসতে পারি;

ঘেন্না অসম্ভব!


নাহ, রাখোনি একটা কথাও। হয়নি পূরণ শখ কোনো

কান্না পেলেও, আর আমাকে ফোন ক'রো না কক্ষনো।


লুকিয়ে নিন্দা আর কতদিন?

জমিয়েছো এত ঘৃণা?

চোখে চোখ রাখো,দেখি প্রকাশ্যে মারতে পারো কিনা।


মাঝপথে হাত ছাড়লো ক'জন,

হয়নি আমার লোক গোনা!

থাকার যে সে এমনি থাকে,

হারায় যারা যোগ্য না।


- বন্ধুত্ব কি?  

- ভালবাসার সমপরিমান আদান-প্রদান...


আসলে তুমি ওপরে হাসো,ভিতর

ভিতর ঝড়ছে বারি!

এমন ভালোবাসায় থাকা অদরকারি অদরকারি।


আমার হাসিটাই শুধু নকল করছো,হাসতে আজও শেখোনি!

ওহে মিথ্যুক,

তোমার আজও শুকনো গোলাপ জোটেনি।


এরপর রাত আসে,অতীতের!

কানে ভাসে কিছু চেনা 

ভাষাগুলো।

-'হ্যালো! কেমন আছো? তারপর কি খবর বলো?'


তোমার কাছে যেটা 

     প্রেমের গল্প,

আমার কাছে সেটা পুড়ে

যাওয়া কোন এক

পাতার অবশিষ্ট অংশ মাত্র।


যে মেয়েটা ডেকে গেছে রোজ,

দেয়নি সে সাড়া,

মৃত্যু কিনেছে প্রতি রাতে একা, ঘুমিয়েছে সাড়া পাড়া।


আজনম জ্বলেপুড়ে শিখিয়েছে মৃত পরগাছা,

শত উচ্ছেদ শেষে তোমায় জড়িয়ে উঠা বাঁচা।


তোমাকেই নিতে হবে সবটুকু

দায়,

কেইবা ভালোবেসে ফিরে যেতে চায়।


মন ভালো নেই? ফেসবুকে কি স্ট্যাটাস দিবো চিন্তা করছেন? ফেসবুক প্রোফাইল পিকচার ক্যাপশন কি দেবেন চিন্তায় আছেন? মাথা থেকে কোনো বাংলা ক্যাপশন কি বের হচ্ছেনা? বাংলা স্ট্যাটাস কী দেয়া যায় তা নিয়ে ভাবছেন? আর ভাবার দরকার নেই। প্রিয়জনকে নিয়ে ফেসবুকে অনুভূতি প্রকাশ করার বাংলা ক্যাপশন সংগ্রহশালায় আপনাকে স্বাগতম।

নতুন ফেসবুক ক্যাপশন ও স্মার্ট স্ট্যাটাস

এই দুনিয়ায় সবার আছে পাল্টে যাওয়ার তাড়া!

বদলাবে সব,বাবার শাসন

মায়ের আদর ছাড়া।


শরীর পুড়েছে,প্রমাণ রেখেছে 

ছাই

মন পুড়েছে,প্রমাণ নেই কে

দায়ী?


কাকেই বা আর বলব নিজের! কে-ই বা আমার, কে তোর?

আমরা আজও গুমরে মরি, পরস্পরের ভেতর।


আমি চাই তব হৃদয় মাঝারে মরিচীকা হয়ে রবো

ভালোবাসাতে মোরে নাইবা রাখিলে,বিরহে বাঁচিয়া রবো।



জমানো ভালোবাসা খরচ হয়ে

যায়,

নিঃস্ব হয়ে যাবার পরে তোমাকে

জানাই।


পাতা ঝড়ে পড়ে,গাছ জানে সে আবার জন্ম দিবে,

সম্পর্ক আলগা হয়,মানুষ জানে ঠিক মানিয়ে নিবে।


কথা কম হোক,

তবু দূরত্ব না আসুক।


যাকে-ই তুমি আপন ভেবে নিলে,

সেই ভেঙেছে তোমায় নিজের হাতে

আঘাত পেয়ে সব মানুষ-ই ঠিক;

বাঁচতে শেখে নিজের ছায়ার সাথে।


যে ছেলেটা ব্যর্থ আজ,থেমে গেছে স্বর

এখনো তোমার নাম করে ভুলে, হঠাত্‍ আসলে জ্বর।


বদলে তুমি যাওনা যতই,আজ ব্যস্ত থাকার অর্থে,

সেই তো আমায় পড়বে মনে, একলা থাকার মূহুর্তে,


তুমি আজ অন্য কারো জেনেও বলছি,

শেষবার ফিরে তাকানোর যন্ত্রণা আজও বয়েই চলছি।


ঠিকানা হারিয়ে গেছে কবেই,জেদ ধরে তবু হেঁটে চলা

বাতাস ভালোই শিখে গেছে, আমাকে তোমার কথা বলা।


বিচ্ছেদের কোপে,সে প্রাণ মৃত্যুর অধিক ক্ষীণ-

হৃদয়ের বোঁকাবক্সে ঘাতক, অন্ধের চেয়েও দৃষ্টিহীন।


এখন শীতের মাস..মাস শেষ,

টাকাকড়ি কই?

যেটুকু উষ্ণতা আছে,তোর নামে করে দিব সই।



চোখ নেই যার সে কখনো অন্ধ আঁকে না,

গভীর রাত্রে মন খারাপের গন্ধ থাকে না।


না তাকালেও সব বুঝি,নেই জানি তবুও তোমায় খুঁজি...

       রাত্রিবেলায়!


আমাকে অভিশাপ দে, প্রস্ফুটিত রক্তরাঙা গোলাপ তুই!

আমি যেন তাকে ভালোবেসে, মৃত্যু ছুঁই।


আজ বলি! কাল বলি! বলে দিব কোন এক ফাঁকে...

জীবন ফুরিয়ে যাবে,তাও বলা হবেনা তোমাকে...

"ভালোবাসি"


দূরে গেলে অভিমান,কাছে

এলে ঠিক যেন মোমের মত গলে যাই আমি...

সত্যি করে বল না'রে,তোর কাছে আমি ঠিক কতটা দামী?


প্রথম প্রথম মিথ্যে ছিল,

দ্বিতীয়বার সত্যি যেই

চার দেওয়ালে সন্ধে নামে,

তোমার কোনও রিপ্লাই নেই।


ভালো আমি তোমাকেই বাসি, নেই ভোলার সখ কোনো...

ঘৃণা আমায় করতে পারো, প্লিজ ছেড়ে যেওনা কখনো।


লাইক,কমেন্টের ভিড়ে তুমিও শুকিয়েছ সব দিতে দিতে,

নীরব পাঠকের কোনও দায় নেই এই পৃথিবীতে!


কবিতাঃ-চারিদিকে কিসের কান্না? জন্ম না মৃত্যুর?

অকবিঃ-জন্ম বা মৃত্যুর নয়,এ কান্না বিচ্ছেদের।


মুখের থেকে খুললে পরে মুখোশ

আজও তুমি ঘৃণ্য আমার কাছে

ভালোবাসা তবু স্পর্শকাতর, 

ভেতর ঘরে দিব্যি বেঁচে আছে।


তুমি চিরকাল আমার কাছে, ভালোবাসার মত থেকো,

আমি চিরকাল তোমার কাছে,

জাত বখাটে আদরখেঁকো।


এমনি কোনো মিথ্যে অজুহাতে 

রাখব বেঁধে এমন সাধ্য কই,

স্বপ্নগুলো ভেঙে গেলে বুঝি 

তুমি আমার, আমি তোমার নই ৷


আমি বলি ওরে মন

কেমনে ছাড়ি বল

যে আমার মুখের হাঁসি

সেই চোখের জল।


অনেকটা এগিয়ে গিয়ে দেখবে ফিরে আছি,

তোমার দেওয়া যন্ত্রনাদের

ভীষণ কাছাকাছি।


বুকের ভিতর নিখোঁজ তুমি 

চক্ষুমাঝে স্হায়ী,

হৃদয় মাঝে আঘাত দেওয়া

নিষ্ঠুর আততায়ী।



কখনো মন খারাপ হয়? মন খারাপের ক্যাপশন খুঁজে বেড়াচ্ছেন? মাঝেমধ্যে আমরা ভাষা খুঁজে পাইনা ফেসবুক স্ট্যাটাস বা ফেসবুক ক্যাপশন কি লিখবো। তাই আপনাদের মনের কথা প্রকাশ কিংবা ব্যক্ত করার জন্য কিছু বাংলা ক্যাপশন এবং বাংলা ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করে এখানে দেয়া হলো। 

বাংলা কবিতা ক্যাপশন ও স্ট্যাটাস 

কাঁদছি যত,ঝলমলিয়ে উঠছে চোখে ঠুনকো রোদ;

প্লিজ,আমাকে জড়িয়ে ধরো,

নিজের হাতে খুন করো।


দু'দিন হাসতে দেখে ভেবে নিলে সবটুকু জানো?

মনে রেখো,ভেজা চোখ যায়না সবাইকে দেখানো।


এমন হতেই পারে,ভালোবেসে টেনে নিলে যাকে-

তোমার চুমুর পর এখনও সে ঠোঁট পেতে রাখে।


গোলাপ শুকিয়ে কাঠ,সাজানো বাগানে,

চুমু নয় কিছু ঠোঁট অভিমানও জানে!


তোমাকেই তো বলছি,লেখে রাখা চিঠিদের কথা শোনো-

যে টেলিফোন আসার কথা,তা আসবেনা কখনো।


কোন সাহসে দু'হাত পেতে অঝোড়ে ঝড়ো বলি,

তুমি তো সেই গুমোট মেঘ

কষ্ট বাড়াও খালি।


একতরফা মানে খুব সাধারণ,মাথা নত করা দাসত্বে-

দাম দিয়ে কেনা কষ্ট কিছু, ভালোবাসি,সত্ত্বেও।


তুমি এখন 'হ্যাঁ' করে ঘুম

দিয়েছো,

যাওয়ার আগে স্বপ্নগুলো সাথে নিয়েছো।


জোর ক'রো না,বসন্তে প্রেম হওয়ার হ'লে হবে,

আমার হাতে কাঁটাই মানায়,

গোলাপ তোমার টবে।


ব্যর্থ প্রেমিকের ড্রাফটে,জখম ভর্তি মুঠোফোন-

শহরের বুকে আছড়ে পরে,কবিদের দাপুটে সাইক্লোন।


হাত ধরে পথ হাঁটলে খানিক, কাটলো কিছু মুহূর্ত সময়,

তোমায় চেয়েও তোমায় ছেড়ে যাওয়াই বেশি রহস্যময়।


পলাশ পায়ে পড়বে,কোকিল হন্যে হবে ডেকে-

আসবে না তাও তোমার সাড়া,

ফোনের ওপাড় থেকে।


কারও মন ভেঙে চুরমার হয়,

কেউ কাটে হাত বা সিনা...

ভালোবেসে তুমি একাই মরেছ

আমি বুঝি ভালবাসিনা?


ছড়িয়ে দিয়ে,বনপলাশে আগুন আমার শবে;

কার কপালের আবির হবে বসন্তে উত্‍সবে.?


হৃদয়স্পন্দন বেড়ে যেত,যার চোখের কাজল দেখে..

সে চোখে কাজল দেখেই এখন দু'চোখে,জোয়ার আসে বৃষ্টি মেখে।


আপনি মিস করতেই পারেন..

তাই বলে কিস দিয়ে আসবেন নাহ...

তাহলে পুরোটাই কিস মিস হয়ে যাবে।


আলগা হয়ে যাওয়ার পরেও, থাকবে কিছু দেনা,

কষ্ট পাবে তবুও,সে তোমায় ভাবতে ছাড়বেনা।


অশান্তির বহু দিক, 

ভাঙনের দুই;

এরই মাঝে বেঁচে আছি,

আমি আর তুই।


পথের বাঁকে থমকে গিয়ে,পাশে পড়ে থাকা গোলাপ কুড়িয়ে;

কোনদিনও তোর হাতে তুলে দিয়ে বলিনি...

"নিঃশ্বাস যতটা প্রয়োজন,তার চেয়ে বেশি প্রয়োজন তোকে..."।


চারিদিকে কত মনভাঙা দল!

তৃষ্ণা যাদের মিটে না

তবুও আমি কান্না লিখি!

ওরা বলে চেতনা।


জানবে না কেউ কখন যে কার,হারিয়ে যাবে আপন লোক..

এখন আমি একাই হাঁটি,

তোমার সাথে অন্যলোক।


তোমার কেটেছে বেশি,আমারও কিছুটা...

মানুষের ভালোবাসা আসলে, পিছুটান।


দোষ হয়ত দুজনেরই,সম্পর্ক নিদোষ...

শোনও-

সে তোমার অবৈধ,তুমি তার বৈধ এখনও।


চাহিদার তফাতে কেউ প্রেমিক হয় আর কেউ চরিত্রহীন,

কুয়াশা তুই বলেছিলি মনে

আছে??

আর ক'টা দিন ভালোবাসা দিতে পারবি

তারপর তুই চির স্বাধীন??

দিতে পারিনি।


এ কোন লুকানো শাপ দিয়ে গেলো হাওয়া...

তোমার যাওয়ার পরে,তোমাকেই চাওয়া।


নীরবে কাঁদিয়েছো তবু নেই

আফসোস-

তোমাকে নিরীহ ভাবা আমার-ই তো ভুল।


সময়ে যাকে পাশে পাওনি,

ভালোবাসতে তাকে খোঁজো...

মানুষ তুমি আপন বলতে,

পালাতক কে  বোঝো।


সুযোগ দিও তাকে,

হাজার বিপদ দেখেও যে তোমার সাথে থাকে

জীবন বলে ডাকে।


তোকে না পাঠানো,আমার লেখা সে পত্রের শেষটা-

মরে যাবো,তবু ছাড়ব না ভালোবাসার অভ্যেসটা।


আয়না দেখা মাত্র সে ভেঙে পড়লো আলগোছে-

কাঁদলে আজও,রুমাল ছাড়াই গালের আবির মোছে।


ব্যথার উপর মলম দিয়ে,এমন ওষুধ দিলে-

ভুলতে তোমায় রাখতে হচ্ছে,

ভরসা স্লিপিং পিলে।


আদরে আল্লাদে মোটাবো ভাড়া,

স্নেহের চুম্বন ললাটে,

এ হৃদয় বাড়ির 'তুই' তো মালিক, আমি তো কেবল ভাড়াটে।


ভুলে যাওয়ার ঘটনার স্মৃতি হয়ে হৃদয়ের পাশে,

কেউ কেউ থেকে যায় অজান্তে রাতের আকাশে।


সেই প্রতিবার একরেখা প্রেম,

সামলে রেখে যে হারতো!

বৃষ্টি রাতে খোঁজ নিবি স্রেফ,

নাইবা দিলি কেয়ার তোর?


যেদিন আমার চোখের দিকে তাকিয়ে শোকগুলো দেখতে পাবে,

সেদিন বুঝব-"ভালোবাস"


আবেগ হলো একটি মানবীয় বৈশিষ্ট্য। আবেগ থেকেই জন্মায় ভালোবাসা ক্রোধ ঘৃণা। মাঝেমধ্যে আমরা ভাষা খুঁজে পাইনা ফেসবুক স্ট্যাটাস বা ফেসবুক ক্যাপশন কি লিখবো। তাই আপনাদের মনের কথা প্রকাশ কিংবা ব্যক্ত করার জন্য কিছু বাংলা ক্যাপশন এবং আবেগী বাংলা ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করে এখানে দেয়া হলো। 

আবেগী বাংলা ফেসবুক ক্যাপশন - বাংলা ফেসবুক স্ট্যাটাস 

তুমি ততটুকু ভালোবাসা দাওনি,যতটুকু ভালোবাসা পেলে আশায় বুক বাঁধতে পারি।


শূন্য দুহাত ঘর গড়ে নেয়, নিজের মত করে...

অনেক পাখি আকাশ ছেড়েও, খাঁচার ভিতর ওড়ে।


কোন একদিন এইসব কথা তোমার কাছে শোনা,

আমি ছাড়া তোমার নিজের মানুষ হাতেগোনা।


মাধ্যমিকের পরেই আসল তফাত্‍ কী হয় জানো?

ভীষণ কাছের বন্ধুগুলো আচমকা বদলানো।


সত্যি বলছি,তোমায় ছাড়া সবকিছুই ভীষণ ফিকে

পাহাড়,আকাশ সব দেখেছি,

ওই চোখেতে তাকিয়ে থেকে।


অনেক বছর বাদে,চিঠি এসে পৌঁছাল হাতে...

নাম নেই কোন তার,মিল শুধু হাতের লেখাতে।


থামলে কেন? এখনো তো অনেক পথ বাকি...

বাহিরে জিতার নাটক,ভিতর থেকে হারলে নাকি?


নিঃস্ব সে লোক দেখলো কেঁদে মহামারীর পরে-

ছিন্ন হওয়া আপন সব লোক জোট বেঁধেছে ঘরে!


লকডাউনেই রোগটা কাবু এটাই এখন যাচ্ছে শোনা-

চিন্তা'টা হয় তাদের নিয়ে,যাদের কোন ঘর ছিলোনা।


আজকে তারই জন্মদিনে একলা কেঁদে হার,

আগের বছর তুমিই ছিলে মূর্খ নাট্যকার।


কষ্ট বুঝিস,মৃত্যু খুঁজিস বিষ গিলিস প্রতিনিয়ত!

ভাবিস না আসবেই সেদিন,

সে তোকে খুঁজবে নিয়মিত।


কাকে তুই ভুলবি হেসে?কাকে তুই করবি স্মরণ?

ভেবে রাখ বছর শেষে,আশা দিক বর্ষবরণ।


সশরীরে না হলে আজ হৃদয়

জুড়ে-ই থাকো,

পয়েলা কত "এক"লা সেটা

বুঝছে বৈশাখও!


কতকাল আমি রাখবো মনে তোমার করা ক্ষতি?

অপমান পরে কান্নাকে দিতে হয় বিরতি!


আরও অনেক পথ পেরোলে এই কথাটা প্লিজ রেখো-

দুমুখো সাপ হলে তুমি একটা মুখে সত্‍ থেকো।


আরও অনেক পথ পেরোলে এই কথাটা প্লিজ রেখো-

দুমুখো সাপ হলে তুমি একটা মুখে সত্‍ থেকো।


উপর থেকে রাগটা দেখেছো,

মনেতে ভেবেছো বিষ,

কখন কোথায় অভিমান জমে,

তুমিও পাওনি হদিশ।


বলব,মাথায় হাত বুলিয়ে,

ঘুমপাড়ানি গল্পটি-

আমিই তোমার জ্বরের রাতে,

মায়ের দেওয়া জলপটি।


না যাবে এই প্রেমের আবেগ,

না পুরোবে টান...

বেকার ভাবি তোমার কথায়

হচ্ছে অসম্মান!


আজও সব সুখ ফেলে কেবল তোমার

 দিকে ঘেঁষি-

যা কিছু যায়নি পাওয়া তার প্রতি আগ্রহ

 বেশিই।


যত ভাবি স্মৃতি শেষ,ফের ভরে উঠছে কখন

এমন বৃষ্টির নিচে পানপাত্র হয়ে যায় মন।


ও জোছনা, চোখ মুছে নাও, বলে দাও

 এবার তাকে,

  দূরত্ব যায়, অভিমান কাটে, অপমান 

একই থাকে।


স্নেহের হাতও রেখো মাথায়, মানুষ বিচার করে,

ব্যথা পাবে মুখোশধারীর মুখোশ খসলে পরে।


এমন গল্প অনেক আছে,বলতে গেলে বাঁধে,

ছেড়ে আসার খানিক বাদে,চোখ লুকিয়ে কাঁদে।


সবাইকে তো শুনি আজকাল বলছ,মন্দ সে,

বলতে পারো একটিবারও মন্দ কেন?কোন দোষে?


ভালোবাসা যেন বিষের অধিক, অমৃতর চেয়ে গাঢ়,

নতুন প্রেমে আমাকে কি পুরোটা ভুলতে পারো?


কোথাও একটা তুমি আছে 

জেনো-

ওই বুকেতেই,হারায়নি কখনো।


ভাঙা মনদের প্রতিনিধি হয়ে,ব্যথা নিয়ে ঠোঁটে-

বৃষ্টি হলে এ শহর নিজেই,প্রেমিক হয়ে ওঠে।


প্রেমিকা ছেড়ে চলে যাওয়ার পর সে একলা খুব কাঁদত,কিন্তু আশেপাশে কেউ আসলেই লজ্জায় চোখ মুছে নিত।

আচ্ছা,দুঃখ প্রকাশে কি লজ্জা পাওয়া উচিত্‍?

একটু খোলা মনে কাঁদা তো ভালোই।



মাঝেমধ্যে আমরা ভাষা খুঁজে পাইনা ফেসবুক স্ট্যাটাস বা ফেসবুক ক্যাপশন কি লিখবো। তাই আপনাদের মনের কথা প্রকাশ কিংবা ব্যক্ত করার জন্য কিছু বাংলা ক্যাপশন এবং বাংলা ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করে এখানে দেয়া হলো। 


মন খারাপের বাংলা স্ট্যাটাস ও ক্যাপশন 

কে কী ভাববে,কার কী মনে হবে ইত্যাদি ভেবে তুমি আর তাকে আপন করে নিতে পারলে না।

কারও বিরুদ্ধে যাওয়ার সাহসও পেলে না। একটা মিথ্যের জন্য এভাবেই কত সত্যিকে তুমি সরিয়ে দিলে রোজ।

এখনও বোঝো নি,সময় হলে হয়ত বুঝবে।


ধূসর হয়েছে স্মৃতি তবুওতো

জানা-

যন্ত্রণা খুঁজে নিবে মনের 

ঠিকানা।


কোথাও এসে থামতে হবে,এইটুকু স্রেফ জানি..

বিশ্বাস খুন হলে সম্পর্ক সব ভাঙা ফুলদানি।


হেঁটেছি অনেক পথ,এখনো তো অনেক টা বাকি-

মাঝপথে ছেড়ে গেলে সব মেনে নেওয়া যায় নাকি?


রাত্রি জুড়ে স্বপ্ন দেখে,ভোর সকালে ক্লান্ত....

যাকে নিয়ে স্বপ্ন দেখা,সে যদি তা জানতো!


আমার মন খারাপ হলে আমি দুম করে রাত হয়ে যাই,অথচ তুমি কখনও ঘুম হতে পারো না!


ইদারিং মনে হয় জীবন স্বপ্নের চেয়ে ছোট...

কি থাকে ঘুমের পরে,যদি তুমি নাই জেগে উঠো!


যতটুকু দেখো,যতটুকু আছি 

ভালো,

কে দেখে বুকের ভিতর,কতটা অগোছালো।


জীবন কখনো কখনো প্রিয়তম মানুষদের মধ্যেও অদ্ভুত অভিমানের দেয়াল তুলে দেয়।


এক ঝাপটায় ঠুয়ে দিলো,বাড়িয়ে দিলো মনের জ্বর;

'পোড়ামুখী' শ্রাবণও দেখি তোমার মতোই স্বার্থপর।


যাদের আজ ভালো থাকা নেই,তাদের তবুও থেকে গেছে ভালোবাসা

সাগরের বুকে আছে রাশি রাশি জল, ও জল মিটাতে পারেনা পিপাসা।


উপরে উঠতে গিয়ে বারবার বুঝছে এ বীর-

কাছের মানুষ-ই গড়ে তুলে 

শত্রু শিবির।


একের পর এক ভুল অভিযোগ, মিথ্যেকথা এসে-

কমছে রোজ তোমার প্রতি দায়িত্ববোধ,মেসেজ।


নরম মুঠোয় জিরিয়ে রাখা যেই পিছুটান নিভন্ত-

আর কত সে মরবে বলো বিষাদ জ্বরে?জীবন তো!


বিপদ হলে বান্ধবী মন সাহায্য চায় কাছে,

সময় দিতে গিয়ে বোঁকা হৃদয় রেখে আসে।


কখন কোথায় কিভাবে তা জানি না আজ আর,

ভীষণ দেখার সাধ জেগেছে তোমায় একটি বার!


আমার এমন কেউ ছিলনা,যে লোক জলে ভিজে-

হাঁটবে আমায় আগলে,ছাতা এগিয়ে দিয়ে নিজের!


ক্ষত প্রতিরাতে বাড়ছে আরও,

ঠোঁটে আদর পেলেই সারবে

আমি উদাসীন কোন রুদ্র,

তুমি তাসলিমা হতে পারবে?


মধ্যযামে ছড়িয়ে থাকা লুব্ধ ফাঁদে,আগলে রাখি তোমায় আমি ভগ্ন চাঁদে...

হঠাত্‍ করে ছলকে ওঠো চোখের কোণে,কান পেতেছি নিয়ম করে ডায়াল টোনে।


প্রতিটা নিঃসঙ্গ মানুষ আসলে এক একটা ফুটপাত।

হাঁটতে হাঁটতে হঠাত্‍ কখন উধাও হয়ে যায়,তা আসলে খেয়ালই রাখেনা ভীড়!


হেরে গিয়ে খুব বেশি দিন

একা বেঁচে থাকা ভালো নয় তো

তোকে রেখে যাবো প্রতি কবিতায়

আমি কাল থাকবো না,হয়ত।


জানি মানুষ ভুলে যায়,তবু বলি শোন-

তাদের দলে তোমায় আমি

গুনিনি কখনো।


আসবে যাবে নতুন বছর,একের পর এক সন-

আগলে তোমায় রাখবে কেবল

তোমার পুরাতন


আজীবন ভুগে ভালোবাসার

অভাবে,

কেউ কেউ মৃত্যুকে বেঁচে যাওয়া

ভাবে।


বয়স বাড়ার সাথে সাথে প্রেম খুঁজি না,সঙ্গী খুঁজি আজীবনের,

আসবে জানি এক ভদ্র হৃদয় যত্ন নিতে পাঁজি মনের।


ভুলতে পুরোনো ক্ষত,প্রেম করিয়েছ শত...

সে আজও ভালোবাসে,যাকে কাঁদিয়েছ অত।


লাভ নেই জেনেও তো আজও ভালোবেসে যায় তারা-

ভালো থাক এ পৃথিবীর সমস্ত একতরফারা।


যে আমার নয়,তাকে চাওয়াও কি পাপ?

প্রেম ভেবে কুড়িয়েছি,শুধু অভিশাপ।


তুমি তো আলোর ঘুম,আমিও তো মোম-

আমাদের ভালোবাসা বিশাল এক ভ্রম।


পাগলি,তোর ঝিলচোখে দেই ডুব

এইযে শ্রাবণ,ভিজব এবার খুব।



মাঝেমধ্যে আমরা ভাষা খুঁজে পাইনা ফেসবুক স্ট্যাটাস বা ফেসবুক ক্যাপশন কি লিখবো। তাই আপনাদের মনের কথা প্রকাশ কিংবা ব্যক্ত করার জন্য কিছু বাংলা ক্যাপশন এবং বাংলা ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করে এখানে দেয়া হলো। 


সেরা ফেসবুক স্ট্যাটাস ও সেরা ফেসবুক ক্যাপশন

কতখানি পথ,ক্লান্তি পেরিয়ে নদী পায় সমুদ্দুর

কতখানি প্রিয়ো জানতে কখনো প্রয়োজন হয় দূর।


"ডাকটিকিট"

এসেছে দূরের চিঠি।মুখ বন্ধ খামে লেগে আছে জল।


গুছিয়ে রাখা সব কথাই বুক পকেটে রবে...

আমায় তুমি সে সব বলতে সময় দিলে কবে?


যে তোমাকে দুঃখ দিলো মিথ্যে কথার ছলে,

বেকার তুমি শান্তি খোঁজো তার-ই পদতলে! 


তুই জড়িয়ে ধরলে তো খেই হারাচ্ছে এই মন-

পারলে আমার বুকে মাথা রাখ না আজীবন।


রাতের প্রভাঁজে রাত নামে যেন দুঃখের মতো গাঢ়,

যতবার তুমি বেদনা দিয়েছো ভালোবেসে গেছি আরও।


নিখোঁজ হলে,স্মৃতি থাকে...

বুকের পাঁজর,কষ্ট ঢাকে।


বাইরে থেকে দস্যি মেয়ে,দেমাগ ষোল আনা-

তার ভিতরে বাস করে এক লক্ষী বেড়ালছানা।


কেউ কি কারোর হয় কখনও,আবেগ বিনা!

তোর কাছে তাই প্রত্যাশা নেই হৃদয়হীনা।


যদি কারো মন ভেঙে ক'রে থাকো

পাপ,

আজীবন পিছু ছাড়বে না অনুতাপ।


হৃদয় কিছুটা আকাশের মত

অভিমানে মেঘ ভারী!

তুমি এতো ভালোবেসে ডাকলে,

বৃষ্টি না হয়ে পারি?


দোষ তো শুধু চোখেরই নয়।সব জানেন খোদা!

তোমার স্মৃতি ঘর জুড়ে মোর।গন্ধ সোঁদা সোঁদা।


যে মানুষটি আঁধারে কাঁদে

দিনের আলোয় তাকে

হাসতে দেখে,

আমি যে অন্ধ হয়ে যাই।


নিজের মৃতদেহ কাঁধে বয়ে

প্রতিদিন

ঘরে ফিরে আসি,

কেউ বুঝতে পারেনি

ভালোবাসি।


এ কোন বৃষ্টি নয়,বিষাদের শ্রেণি,

তোমার চলে যাওয়া,আকাশও মানেনি।


কেউ রোদ পোহালো একা,কেউ বৃষ্টি ভেজে ছাদে;

একাকীত্বে তারাও হয়ত সমান সমান কাঁদে।


ডিলেট করে পুষিয়ে নিলাম

ফোনের ছবি পুরনো ক্ষত,


ভালোই হতো জীবন যদি 

ফোনের মতই ডিলেট হতো।


কাঠ পুড়ে ছাই,শুধু চিতা 

স্মরণীয়-

গাল বেয়ে ঝড়ে পড়ে কথা,শুনে

নিও।


আঘাত শেষে,মনে করে,তার

কান্নাটুকু মোছো।


যে ভিড়ের মাঝেও ঠিক চিনে নেয়

কেবল তোমার দু'চোখ!


একটিবার দেখা হতো যদি,জড়িয়ে নিতাম তোর পা দুটো;

প্রবল স্রোতে ভেসে যাওয়া মানুষ,আঁকড়ে ধরে যেমন খড়কুটো।

জানি তোরও ভিজে যেত চোখ

থেমে যেত পৃথিবীর চলা-

হাজারো কলরব এর মাঝে

রোজ রোজ খুঁজি তোর গলা।


মন থেকে মোছা তাকে নয় সমীচীন—

ভালবেসেছিলে যাকে কোনও একদিন...


কথা নাই হোক তবু রাগ নেই কোনও—

তোমাকেই ভালবাসি যেহেতু এখনও।


ইগো যদি বাধা দ্যায়, ব'লে দিয়ো তারে

যুদ্ধ যা পারে না, তা ভালবাসা পারে।


আমার প্রেমের কথা ভুলে গেছো নতুনের সুরে,

যতটা নিকটে যাই, তত যেন ঠিকানাটা দূরে !


কাউকে মনে পড়া একটা ভীষন রকম রোগ। বিশেষ করে এমন কাউকে, যাকে বলা যায়না "তোমার কথা ভীষন মনে পড়ছে জানো।" কিংবা বললেও ওদিক থেকে কোনও উত্তর আসেনা। কিছু করারও নেই, কিছু বলারও নেই, শুধু ভেতর ভেতর গুমরে দুদণ্ড কেঁদে নেওয়া ছাড়া।

[কুয়াশা= কৃতজ্ঞতা]


বিঃদ্রঃ তালিকায় আপনার পছন্দের ক্যাপশন ও স্ট্যাটাস যুক্ত করতে চাইলে কমেন্ট করুন।


Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.