ইহুদী ও খৃষ্টান জাতির ইতিহাস - ড. জিয়াউর রহমান আজমি

ইহুদিদের আদি উৎস, বাসস্থান, স্বভাব -চরিত্র, যুদ্ধ-সংগ্রাম, উত্থান -পতন, ধর্মীয় ও সামাজিক রীতি -নীতি...."ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস"।
ইহুদী ও খৃষ্টান জাতির ইতিহাস - ড. জিয়াউর রহমান আজমি


"ভালােবাসা ও সম্প্রীতির বিশ্বজয়ী বার্তা নিয়ে এসেছিল যে কুরআন ,সে কুরআনই বলছে— “তােমরা ইহুদি ও খ্রিষ্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করাে না। তারা পরস্পর বন্ধু । (সুরা মায়েদা ,আয়াত : ২১)

উক্ত আয়াতের মাধ্যমে বুঝা যায় কুরআন কারিমে তাদের অভিশপ্ত ও লাঞ্ছিত জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে । কিন্তু কারা এই ইহুদি জাতি ? কি তাদের গােড়ার ইতিহাস? তাদের সম্পর্কে আমরা কতটুকুই বা জানি ?

বইটিতে স্থান হিসেবে পেয়েছে ইহুদিদের আদি উৎস, বাসস্থান, স্বভাব -চরিত্র, যুদ্ধ-সংগ্রাম, উত্থান -পতন, ধর্মীয় ও সামাজিক রীতি -নীতি...."ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস"। 

এককথায় ইহুদিদের সম্পর্কে আদ্যোপান্ত জানার একটি সমৃদ্ধ সমগ্রই— "ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস"।

শর্ট পিডিএফ পড়ে যা বুঝলাম বইটিতে আপনাকে, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ও সাবেক বিভাগীয় প্রধান ড . মুহাম্মদ জিয়াউর রহমান আজমি রাহিমাহুল্লাহ রচিত এ গ্রন্থ আপনাকে ইহুদিদের সাথে সাথে পরিচয় করিয়ে দেবে। তাছাড়া মসিহ আলাইহিস সালামের জীবনবৃত্তান্ত । তার দাওয়াতি কার্যক্রম মসিহ আলাইহস সালামের ঊর্বারােহণের পর খ্রিষ্টানদের অবস্থা । শতাব্দীর পর শতাব্দী যাবৎ তাদের উত্থান - পতনের ইতিহাস । 

বইটির বিষয়বস্তু অত‍্যন্ত আকর্ষণীয় এবং বইটির প্রচ্ছদটি চমৎকার।শর্ট পিডিএফ পড়ে আমার কাছে মনে হয়েছে যে গ্রন্থটির আলােচনা মােটামুটি সহজবােধ্য করে উপস্থাপন করা হয়েছে । সমৃদ্ধ রেফারেন্স বইটি গতানুগতিক ধারায় লিখিত হয়নি । বরং প্রতিটি দাবির পক্ষে রেফারেন্স দেওয়া হয়েছে ।

শর্ট পিডিএফ পড়ে আমার মনে হয়েছে যে, মুসলিম জাতির উচিত  ইহুদি - খ্রিষ্টান সম্পর্কে সম্যক জ্ঞান রাখা , তাদের রক্তখেকো কালাে থাবা থেকে চিরমুক্তির জন্য সফল প্রকল্প হাতে নেওয়া ।

সৃষ্টির সূচনালগ্ন থেকেই ইহুদি ও খ্রিষ্টান জাতি মুসলিম জাতির শত্রু। তাঁরা কখনোই মুসলিম জাতির ভালো চায়নি বরঞ্চ কেড়ে নিয়েছে ফিলিস্তিনদের মাতৃভূমি। তাই এই বইটি অবশ্যই পাঠ করা জরুরি। 

শর্ট পিডিএফ পড়ে আমার অনুভূতি যে, জীবনের জন্য পানি যেমন প্রয়োজন তেমনি মুসলিম জাতির জন্য এই বইটিও অপরিহার্য। 

আমি যতদূর দেখেছি মুহাম্মদ প্রকাশনির বইগুলো এক একটা মাস্টারপিস বই। আশা করি এই বইটিও আশানুরূপ সাফল্য লাভ করবে প্রত্যেক পাঠকের কাছে।


লেখিকাঃ জান্নাত আরা নুর

Cookie Consent
We serve cookies on this site to optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.